শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লোকাল ট্রেনে ২টির বদলে ৩টি করে মহিলাদের জন্য নির্দিষ্ট কামরা থাকবে

News Sundarban.com :
অক্টোবর ২৮, ২০১৭
news-image

এবার থেকে প্রতিটি লোকাল ট্রেনে ২টির বদলে ৩টি করে মহিলাদের জন্য নির্দিষ্ট কামরা থাকবে। সবকিছু ঠিকঠাক চললে সামনের মাস থেকেই শিয়ালদহ মেইন, বনগাঁ এবং দক্ষিণ শাখার সমস্ত লোকাল ট্রেনে বাড়ছে মহিলা কামরার সংখ্যা। শুক্রবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র এই খবর জানান । সেই সঙ্গে বলেন, ট্রেনে মোট কামড়ার সংখ্যা একই থাকছে। অর্থাৎ, শিয়ালদহ ডিভিশনে ট্রেনের সাধারণ কামড়া বা পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ কামড়ার সংখ্যা কমছে। তিনি জানান, নতুন মহিলা কামরা চিহ্নিত করার জন্য রংয়ের কাজ শেষ হলে আগামী সপ্তাহ থেকেই নতুন ব্যবস্থা চালু হতে পারে।
পূর্ব রেলের পক্ষ থেকে এদিন বলা হয়েছে, ৯ কামড়ার লোকাল ট্রেনে বর্তমানে প্রথম ও শেষ দিকের দ্বিতীয় কামড়াটি অর্ধেক করে মহিলা এবং ভেন্ডর কামরা হিসেবে ভাগ করা থাকে। অর্থাৎ, ৯ কামড়ার ট্রেনে দু’দিকের অর্ধেক কামড়া ধরে মোট একটি কামড়া মহিলাদের জন্য বরাদ্দ ছিল। এবার থেকে প্রথম এবং শেষ দিকের দ্বিতীয় কামড়া দু’টির গোটাটাই বরাদ্দ করা হচ্ছে মহিলাদের জন্য। অর্থাৎ ৯ কামড়ার ট্রেনে মোট ২টি কামড়া থাকছে মহিলাদের জন্য। ২টি সাধারণ কামরা থেকে অর্ধেক অংশ নিয়ে তৈরি হবে ভেন্ডর কামরা। অন্যদিকে, ১২ বগির ট্রেনে এখন মহিলাদের জন্য মোট ২টি কামড়া বরাদ্দ থাকে। নতুন ব্যবস্থায় ২টি ভেন্ডর বগির অর্ধেকও মহিলাদের জন্য বরাদ্দ হবে। ফলে, ১২ বগির ট্রেনে ৩টি বগি মহিলাদের জন্য বরাদ্দ থাকবে। পূর্ব রেলের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি মহিলাযাত্রীরা।