শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

ভারত নতুন করে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ দেবে বাংলাদেশকে

News Sundarban.com :
অক্টোবর ২৮, ২০১৭
news-image

ভারত নতুন করে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ দেবে বাংলাদেশকে। ২০১৮-র জুলাইয়ের মধ্যে ভেড়ামারা-ভেরামপুরের মধ্যে দিয়ে এই বিদ্যুৎ সরবারহ করা হবে। এমনটাই জানিয়েছেন, ঢাকার ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশনাল সিটিতে এক অনুষ্ঠানে গিয়ে একথা বলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রশাসনিক আধিকারিকেরা।
দীপাবলির আগে ঢাকা সফরের সময় ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ভারতের পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে, বাংলাদেশ চাইলে তা নিতে পারে। মঙ্গলবার ঢাকা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অরুণ জেটলি বলেন, ভারত একটি বিরাট বাজার। এবং সেখানে বিনিয়োগের জন্য উদার পরিবেশ রয়েছে।