প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠক সেরে নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা

যুব বিশ্বকাপ ফাইনালের আগেই আইলিগ নিয়ে প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠক সেরে নিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা। বৃহস্পতিবার তাঁর সঙ্গে বৈঠক করে তারা। ইস্টবেঙ্গলের তরফে দেবব্রত সরকার ও মোহনবাগানের তরফে ছিলেন দেবাশিস দত্ত। বৈঠক ফলপ্রসূ বলে জানিয়েছেন তাঁরা। বৈঠকে মূলত আই লিগ নিয়ে অালোচনা হয়। পাশাপাশি এক দেশ এক লিগ বিষয়টি নিয়েও কথা হয়। বৈঠক শেষে বাগান কর্তারা বলেন, “আমরা প্রফুল প্যাটেলের সঙ্গে বৈঠক করে খুশি। আই লিগ বা ইস্ট-মোহন নিয়ে তিনি সজাগ।”
ইস্টবেঙ্গল কর্তারা বলেন, “আমরা বৈঠকে মূলত আই লিগের ক্রীড়াসূচি নিয়ে আলোচনা করেছি। আমাদের সমস্যার কথা জানিয়েছি। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।” পাশাপাশি তিনি আরও বলেন, “এক দেশ এক লিগ যখন হবে, তখন কেন ইস্ট-মোহন অাইএসএল-এ যোগ দেবে।