বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অজানা জ্বরের প্রকোপে বাড়ছে মৃত্যু

News Sundarban.com :
অক্টোবর ২৬, ২০১৭
news-image

অজানা জ্বরের প্রকোপে মৃত্যু বাড়ছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ও জেলাসদর শহর বারাসতেও । মঙ্গলবার দেগঙ্গাতে এক গৃহবধূ ও এক যুবকের মৃত্যুর পরে বুধবার ভোরে বারাসতে অজানা জ্বরে মতিয়ার রহমান নামে এক ৩৫ বছরের যুবকের মৃত্যু হয়।
নেতাজী পল্লীর যুবক লিটন মন্ডলের মৃত্যুর দুদিনের মধ্যে আবার মৃত্যুর হানা । মতিয়ার বারাসাতের সাত নম্বর ওয়ার্ড চন্দনপুরের বাসিন্দা । পেশার দিক থেকে এমব্রয়ডারির কাজ করতেন তিনি । দুই পুত্র রয়েছে তাঁর ।মৃতের পরিবারের বক্তব্য একদিনের জ্বরে মৃত্যু হয়েছে মতিয়ারের ।প্রতিবেশী মুশারফ গাজী পরিবারের বক্তব্যর রেশ টেনে জানিয়েছেন, চিকিৎসার সে অর্থে সুযোগ মেলে নি কারন সময় পাওয়া যায় নি । প্রবল জ্বর নিয়ে মঙ্গলবার বারাসাত হাসপাতালে ভর্তি হলেও তাকে কলকাতা আই ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । প্রাথমিক ভাবে উন্নতি হলেও আকস্মিক ভাবে অবস্থার অবনতি হয় মাঝরাত থেকে ।