ছটঘাটের উদ্বোধনে দিলীপ ঘোষ
News Sundarban.com :
অক্টোবর ২৬, ২০১৭

জলপাইগুড়ি যাওয়ার আগে ছটঘাটের উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বুধবার তিনি এনজেপি স্টেশনে নেমে সোজা চলে যান সংলগ্ন সাউথ কলোনীতে। সেখানকার রামনগরে ছটঘাটের উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, শিলিগুড়ি পুরনিগমের ৫ এবং ৮ নম্বর ওয়ার্ডের ছটঘাটগুলিরও তিনি উদ্বোধন করবেন।