শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজের বোলিং তোপে পড়ে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় কর্নাটক

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৭
news-image

সোমবার ভারতের জাতীয় দলে জায়গা করে নেন মোহাম্মদ সিরাজ। একদিন পর মঙ্গলবারই বল হাতে দ্যুতি ছড়ান এই হায়দরাবাদ পেসার। রঞ্জি ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে সিরাজের বোলিং তোপে পড়ে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় কর্নাটক।

১৫ ওভারের স্পেলে ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। অবশ্য পরে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। দিন শেষে ৩ উইকেটে ৫১ রান করেছে সিরাজের দল।

৮৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কর্নাটক স্টুয়ার্ট বিনির ব্যাটিংয়ে ১৫০ রানের কোটা পার করে। ৮৮ বলে ৬১ রান করেন বিনি। প্রথম স্পেলে রবিকুমার সামার্থ (১৯) এবং মায়াঙ্ক আগারওয়ালকে (০) আউট করেন সিরাজ। দ্বিতীয় স্পেলে বিনি এবং গৌতমকে আউট করেন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়া এই পেসার।

২০১৬-১৭ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ বোলিং করে লাইমলাইটে আসেন সিরাজ। রঞ্জি ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ উইকেট পান তিনি। টুর্নামেন্টে ৪১ উইকেট নেয়া সিরাজের নৈপুণ্যেই রঞ্জি ট্রফির নকআউট পর্বে জায়গা করে নেয় হায়দরাবাদ। দারুণ পারফরম্যান্সের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদ গত আইপিএলে সিরাজকে ২.৬ কোটি রুপি দিয়ে কিনে নেয়। আইপিএলে নিজের অভিষেক মৌসুমে ৬ ম্যাচে ১০ উইকেট নেন সিরাজ। এবার জাতীয় দলের হয়ে বাজিমাত করার পালা সিরাজের।