শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝাড়্গ্রামে তৃণমূলের পক্ষ থেকে ডাকা মহা মিছিলে জনসমুদ্র

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৭
news-image

মঙ্গলবার ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের পক্ষ থেকে এক মহা মিছিল ও জনসভার ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিনের মিছিলে হাজার হাজার জনতার উপস্থিতিতে বুঝিয়ে দিল আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গল মহলের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছে।
এই মহামিছিল এবং জনসভায় কাতারে কাতারে পুরুষ ও মহিলারা এসে সামিল হয়েছিলেন। তবে এদিনের এই মিছিল এবং জনসভাতে সবচেয়ে বেশি উপস্থিতির হার ছিল মহিলাদের। এদিনের এই মহামিছিল এবং জনসভার আয়োজন করা হয়েছিল ঝাড়্গ্রাম জেলার নয়াগ্রামের খড়িকা মাথানীতে। এদিনের এই মহামিছিল এবং জনসভায় উপস্থিত ছিলেন, ঝাড়্গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমুলের নেতা নেত্রীরা। এদিনের জনসভায় তৃণমূলের প্রত্যেকটা নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রীর উন্নয়নের খতিয়ান তুলে ধরেন জনতার কাছে। এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে একটা আসনও যাতে কোনও দল না পাই। প্রয়োজনে গ্রামের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে উন্নয়ন পৌঁছে দিতে হবে, শুনতে হবে মানুষের কথা। এদিনের এই জেলা তৃণমূলের আয়োজিত মিছিল এবং জনসভায় উপস্থিত হয়েছিলেন, ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি, সাংসদ মানস ভুঁইয়া, ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের কার্যনিবাহী সভাপতি তথা ঝাড়্গ্রামের বিধায়ক ডাঃ সুকুমার হাঁসদা, চুড়ামনি মাহাত, ঝাড়্গ্রাম জেলাপরিষদের সভাধিপতি সমায় মান্ডি, মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং, ঝাড়্গ্রাম জেলা যুব তৃণমুলের সভাপতি দেবনাথ হাঁসদা, ঝাড়্গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, মেদিনীপুর জেলা তৃণমূলের যুব সভাপতি রমা প্রসাদ গিরি সহ একাধিক তৃণমূলের নেতা নেত্রীরা। উল্লেখ্য, গত নয় অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম জেলা সফরে এসে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে চুরামনি মাহাত কে সরিয়ে জেলা সভাপতির দায়িত্ব দেন মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি কে।অজিত মাইতি নতুন জেলার দায়িত্ব পাওয়ার পর জেলার সংগঠন কে মজবুত করার লক্ষে বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত একের পর এক কর্মসূচি নিচ্ছেন।এদিনের সভায় সাংসদ মানস ভুঁইয়া বলেন,মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আমরা আছি তিনি না থাকলে আমরা সবাই কর্পূরের মতো উবে যাবো।

আরও দেখুন