শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তুলল বিজেপি

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০১৭
news-image

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তুলল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ইতিপূর্বে যে ধরনের গড়মিল ধরা পড়েছে তাতে ছাত্র ছাত্রীদের জীবন বিপন্ন করে তোলার অভিযোগ করা হয়েছে পর্ষদ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বিজেপি’র মুখপাত্র ডাঃ অশোক সিনহা জানিয়েছেন, বিজেপি’র ২০১৭ সালের সেলফ ইন্সপেকশন হওয়া খাতাগুলি সিল করে দিয়ে একজন বিচারপতির অধীনে বিশেষজ্ঞদের দ্বারা পুনর্মূল্যায়ন করা দরকার। একই সঙ্গে বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত থাকার দায়ে কঠোর ব্যবস্থা এবং বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বর্তমান সচিবকে দায়িত্ব মুক্ত রাখার দাবিও তিনি করেন।