আরএসএস–এর সভায় কারা কারা যোগ দিচ্ছেন তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল

শিলিগুড়িতে অনুষ্ঠিত আরএসএস–এর সভায় কারা কারা যোগ দিচ্ছেন তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহলের সৃষ্টি হয়েছে। সূত্রে খবর আরএসএসের সভায় শহরের কোন স্তরের মানুষ যাচ্ছেন তা জানতে ময়দানে নেমে পড়েছেন গোয়েন্দারাও। উল্লেখ্য, আগামীকাল একটি নাগরিক সভা করবেন আরএসএস–এর কার্যবাহক ভাইয়াজি যোশি। এছাড়াও ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শিলিগুড়িতে তাঁর একাধিক কর্মসূচী রয়েছে। এদিকে, জানা গেছে, আরএসএস–এর এই সভায় উপস্থিত থাকছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং দলনেত্রী লকেট চ্যাটার্জি। এছাড়াও থাকছে দলের অন্যান্য জেলা নেতৃত্ব। আগামীকাল হাকিমপাড়ার মাধব ভবনে এই সভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই মাধব ভবনটি সাজিয়ে তোলা হয়েছে। জানা গেছে, প্রতিটি ওয়ার্ড থেকে ২ জন করে আমন্ত্রণ জানানো হয়েছে এই সভায়। শুধু সমতল নয় পাহাড়ের বিজেপি নেতারাও এই সভায় উপস্থিত হবেন।
এদিকে এই সভাকে কেন্দ্র করেই গোয়েন্দারা পথে নেমে পড়েছেন। সূত্রে খবর, এই সভায় শহরের কারা কারা অংশগ্রহণ করছে তা জানার চেষ্টা চলছে।