শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়ানো নিয়ে কী বলল শীর্ষ আদালত?

News Sundarban.com :
অক্টোবর ২৪, ২০১৭
news-image

সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়ানোর সঙ্গে দেশ প্রেমের কোনও সম্পর্ক নেই ৷ এমনটাই মনে করে দেশের শীর্ষ আদালত ৷ সিনেমা দেখতে গিয়ে জনগণমন বাজার সময় উঠে না দাঁড়ানো নিয়ে বিতর্কের জল সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে ৷
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নিজের পর্যবেক্ষণে জানায় দেশপ্রেম দেখানোর জন্য সিনেমা হলে উঠে দাঁড়ানোর দরকার নেই। জাতীয় সংগীতের সময় উঠে না দাঁড়ালে কারোর দেশভক্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে না। কেউ উঠে না দাঁড়ালে বা সম্মান প্রদর্শনে অনিচ্ছুক হওয়া মানেই ওই ব্যক্তি দেশদ্রোহী বা দেশ বিরোধী নয় ৷
একইসঙ্গে কোর্টের মত, সিনেমা হলে জাতীয় সংগীত চলার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক নয়। তবে শুধু বিনোদনের ক্ষেত্র হিসেবেই সিনেমা হলকে এই ছাড় দেওয়া হল বলে জানিয়েছে আদালত ৷
প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজানোর ফরমান জারি করেছিল কেন্দ্র। কয়েক মাস আগের এই নির্দেশিকায় বলা হয়েছিল, দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ বাড়াতে এই উদ্যোগ। জাতীয় সংগীতের সময় হলে উপস্থিত সকলকে উঠে দাঁড়াতে হবে। সেই নির্দেশের প্রেক্ষিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ। শারীরিকভাবে পিছিয়ে থাকা মানুষের কথা ভেবে আদালত কেন্দ্রকে এই নির্দেশ পরিবর্তনের পরামর্শ দিয়েছে।