বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশে রাস্তায় নামতে চলেছেন সরকারী কর্মচারীরা

News Sundarban.com :
অক্টোবর ২৪, ২০১৭
news-image

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ নতুন নয় । এবার ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ দ্রুত পেশ করার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করতে চলেছে সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি । আগামী ১৭-ই নভেম্বর সল্টলেকের বিকাশ ভবনে বেতন কমিশনের বাইরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচী নিয়েছে এই সংগঠন । এই অভিযানকে কমিশন ঘেরাও অভিযান বলছে কমিটি । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশা কো-অর্ডিনেশন কমিটির সমর্থকরা মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে এগোবেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর ।
আগামী ২৬শে নভেম্বর বেতন কমিশনের চলতি সময় সীমা শেষ হচ্ছে । এই সময়সীমা আর না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে যাতে কমিশন তার সুপারিশ পেশ করে সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে চিঠি দিয়েছে কমিটি । ২০১৫ সালের নভেম্বর মাসে কমিশন গঠন করা হয়েছিল । সেই সময় ৬ মাসের মধ্যে কমিশন তার সুপারিশ সরকারের কাছে পেশ করবে বলে জানানো হয়েছিল ।