শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চুরি যাওয়া রবীন্দ্রনাথের নোবেল পদকের খোঁজ পেতে হাইকোর্টে মামলা

News Sundarban.com :
অক্টোবর ২৪, ২০১৭
news-image

বাংলা সাহিত্যের দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদক উদ্ধারে কলকাতা হাইকোর্টে মামলা করছেন এক অধ্যাপক। চঞ্চল জানা নামে ওই অধ্যাপক সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলাটি করেছেন। মঙ্গলবার এ ব্যাপারে সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছেন আদালত। ২০০৪ সালে বিশ্বভারতীর সংগ্রহশালা থেকে খোয়া যায় এশিয়ার প্রথম নোবেল পদক, যা রবীন্দ্রনাথ পেয়েছিলেন। তৎকালীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুরোধেই সিবিআই তদন্তের ভার নিয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পাওয়া এই পদকের শেষ পরিণতি কী,কে বা কারা চুরি করেছিল, তা আজও জানা যায়নি। তদন্ত বেশিদূর এগিয়েছে বলেও মানুষের জানা নেই।

রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন, সিবিআই দায়িত্ব ছাড়লে রাজ্য পুলিসের গোয়েন্দা দপ্তর নিখোঁজ নোবেল পদক খুঁজে বের করবে। দোষীদের শাস্তির ব্যবস্থাও করবে। সিআইডি রাজ্যের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সিবিআই সিআইডি–কে তদন্তভার দেয়নি। তাদের তদন্ত কতদূর এগিয়েছে তাও জানায়নি। কোনওভাবেই সহযোগিতা করেনি। এই অবস্থায় চঞ্চল জানা কলকাতা হাইকোর্টে মামলা করেছেন।অস্থায়ী প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি ও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ এই মামলাটি গ্রহণ করেছে। -আজকাল

আরও দেখুন