সপ্তাহ দুয়েকের মধ্যেই শীত ঢুকে পড়বে রাজ্যে: অাবহাওয়া দফতর

সোমবার সকাল থেকেই ঝলমলে রোদ। কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। বাতাসের আর্দ্রতাও নিম্নগামী। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই রাজ্যে শীত ঢুকে পড়বে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই মনে করছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছিল। ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। হাওয়ায় হিমেল আমেজ টের পাওয়া যাচ্ছে রবিবার থেকেই। ভোরের দিকে ঠান্ডা পড়ছে। আগামী কয়েকদিনের মধ্যেই ধীরগতিতে রাতের তাপমাত্রা কমতে থাকবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। তবে নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলে, ফের তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।