কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে সুন্দরবনের দুই মৎস্যজীবী

সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে আর বাড়ি ফেরেননি দুই মৎস্যজীবী। নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম গৌর মিস্ত্রী(৫০) ও নারায়ণ মল্লিক(৫২)। সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালী থেকে গত বিজয়া দশমীর দিন মাছ কাঁকড়া ধরার জন্য গিয়েছিলেন গভীর জঙ্গলে। কিন্তু প্রায় দিন দশেক কেটে গেলেও গৌর মিস্ত্রীরা বাড়ি ফিরে না আসায় খোঁজ খবর শুরু করেন পরিবারের লোকেরা। দিনের পর দিন কেটে যায় কিন্তু কেউই বাড়ি না ফেরায় অবশেষে নিখোঁজ ওই দুজনের খোঁজে নামেন পরিবারের লোকেরা। গত শনিবার একটি ডিঙি নৌকা নিয়ে সুন্দরবনের নদী খাঁড়িতে গৌর ও নারায়ণের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে রবিবার বিকেলে খোঁজ মেলে গৌর বাবুর ডিঙি নৌকার। নৌকার মধ্যে মরে পচে রয়েছে তাদের ধরা মাছ কাঁকড়া। সুন্দরবনের ন’ বাঁকির কাছে চড়ের খাল এলাকায় একটি গাছের গায়ে নৌকাটি বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায়। আশপাশের জঙ্গলে প্রচুর মানুষ ও বাঘের পায়ের ছাপ ও দেখতে পাওয়া যায়। আর তা থেকেই পরিবারের লোকেদের অনুমান বাঘে তুলে নিয়ে গিয়েছে ওই দুই মৎস্যজীবীকে।