মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাইকোর্টে প্রধান বিচারপতি দায়িত্ব নিতে চলেছেন জ্যোতির্ময় ভট্টাচার্য

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০১৭
news-image

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন জ্যোতির্ময় ভট্টাচার্য । আগামী বুধবার, ২৫ অক্টোবর, তিনি রাজভবনে গিয়ে শপথ নেবেন । দায়িত্বভার বুঝে নেবেন সেদিনই । বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে রয়েছেন রাকেশ তিওয়ারি । তিনি ২৪ অক্টোবর অবসর নেবেন ।
১৯ শে সেপ্টেম্বর অবসর নেন প্রধান বিচারপতি নিশিথা মাত্রে । নিশিথা মাত্রে ছিলেন অস্থায়ী প্রধান বিচারপতি । ওনার মতো রাকেশ তিওয়ারিও হন অস্থায়ী প্রধান বিচারপতি । হাইকোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি হিসেবে রাকেশ তিওয়ারিকেই প্রধান বিচারপতির দায়িত্ব ভার বুঝিয়ে দেন বিচারপতি নিশিথা মাত্রে ।
সাধারণত সুপ্রিম কোর্ট থেকে যাকে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হবে তার নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। আবার আইন মন্ত্রক কোনও হাইকোর্টের প্রবীণ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করে নাম পাঠাতে পারে রাষ্ট্রপতির কাছে । কিন্তু সেরকম কিছুই এখন পর্যন্ত হয় নি । তাই বুধবার জ্যোতির্ময় ভট্টাচার্যকেই দায়িত্ব ভার বুঝিয়ে দিতে হবে রাকেশ তিওয়ারিকে।