বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আর নেই বলিউডের প্রবীণ পরিচালক রাম মুখার্জি

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০১৭
news-image

 

পিটিআই সূত্রে খবর, রোববার ভোর পাঁচটায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ এই পরিচালক। স্বামীর মৃত্যুর খবর জানিয়ে স্ত্রী কৃষ্ণা মুখার্জি জানিয়েছেন, তার স্বামীর রক্তচাপ হঠাৎ করেই নেমে গিয়েছিল। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। শারীরিক উন্নতি কিছুটা হয়েছিল। তবে এ দিন সকালেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

রাম মুখার্জি বাংলা-হিন্দি— দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। মুম্বাইয়ের ‘ফিল্মলয়া’ স্টুডিওর প্রতিষ্ঠাতা তিনি। তার ‘হাম হিন্দুস্তানি’(১৯৬০), ‘লিডার’ (১৯৬৪) বলিউডের নজরকাড়া ছবিগুলির মধ্যে অন্যতম। সুনীল দত্ত, জয় মুখোপাধ্যায়, আশা পারেখ, দিলীপ কুমার, বৈজন্তীমালার মতো অভিনেতাদের নিয়ে কাজ করেছেন পরিচালক।

রাম মুখার্জির মেয়ে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির প্রথম ছবি ‘রাজা কি আয়েগি বারাত’ (১৯৯৭)-ও তারই প্রযোজিত। এর আগে ১৯৯৬-এ রানি ও প্রসেনজিৎ অভিনীত বাংলা ছবি ‘বিয়ের ফুল’-এর পরিচালক ও প্রযোজকও রাম মুখার্জি। প্রবীণ এই পরিচালকের প্রয়াণে বলিউডে নেমেছে শোকের ছায়া।