চিকিৎসাধীন রোগীর জায়গা ডাস্টবিনে

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর জায়গা হয়েছে ডাস্টবিনে। বিস্ময়কর ঠেকলেও এটাই সত্যি।
আগরতলা সরকারি মেডিকেল কলেজ তথা জিবি হাসপাতালে চিকিৎসাধীন জহরলাল দেবনাথকে রবিবার সকালে ডাস্টবিনে পরে থাকতে দেখে এলাকারই লোকজন। জানাগেছে, এয়ারপোর্ট রোড নতুননগর এলাকার বাসিন্দা জহরলাল দেবনাথ (৬৯) জিবিতে ভর্তি হয়েছে ১৯ অক্টোবর। এমএস ওয়ান। রেকর্ড নম্বর ২৫১৮০৭/২০১৭। গত ১৯ অক্টোবর জিবিতে ভর্তি রোগী জহরলাল দেবনাথকে ২১ অক্টোবর রাতে কে বা কারা ওয়ার্ডে ঢুকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায়। সেখান থেকে আইটিআই ডায়েরি সংলগ্ন রাস্তার ধারে এএমসি’র ডাস্টবিনের ভেতরে তাকে ছুড়ে ফেলে পালিয়ে যায় তারা ।