শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীপুজো উপলক্ষ্যে শহরজুড়ে ২৭টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ

News Sundarban.com :
অক্টোবর ১৯, ২০১৭
news-image

কালীপুজো এবং দীপাবলি উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ। চলবে পুলিশ পিকেটিং। এছাড়া শহরজুড়ে ২৭টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। মণ্ডপের ভিড় সামাল দিতে ট্রাফিক পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৬ জায়গায় বসানো হচ্ছে অতিরিক্ত সিসিটিভি ।
এবার কলকাতায় মোট ৩,৫৮৪টি বারোয়ারি কালীপুজো হচ্ছে। অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার জানান, “দীপাবলি ও কালীপুজো উপলক্ষ্যে শহরে অপ্রীতিকর ঘটনা বন্ধ করতে ২,৫০০ পুলিশ মোতায়েন করা হবে। ৬১৪ জায়গায় পুলিশ পিকেট বসবে। থাকছে ৪১টি মোবাইল টিম। এছাড়া ২১টি কুইক রেসপন্স টিম ও ২৩টি ফ্লাইং স্কয়্যাড দল থাকবে।” সুপ্রতিমবাবু আরও বলেন, “২৫টি গুরুত্বপূর্ণ পুজো প্যান্ডেলে পুলিশের বিশেষ দল মোতায়েন থাকবে। ২৩টি মেট্রো স্টেশনেও সতর্ক দৃষ্টি থাকবে প্রশাসনের। এছাড়া ৫২টি থানায় বিশেষ রিজ়ার্ভ ফোর্স অন ডিউটি থাকবে।”
লালবাজার ছাড়াও সাব কন্ট্রোলরুম তৈরি হবে টালিগঞ্জ, বেহালা ও যাদবপুরে।