সেনা বাহিনীর সঙ্গে দিওয়ালি উদযাপন করবেন সীতারামন

আন্দামান এবং নিকোবরে সেনা বাহিনীর সঙ্গে দিওয়ালি উদযাপন করবেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার এই উদ্দেশ্য আন্দামান-নিকোবরে দুদিনের সফরে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী।
প্রতিরক্ষা দফতরের একটি মুখপাত্র জানাচ্ছে, দিওয়ালি উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসাবে নির্মলা সীতারামন সাক্ষাত করবেন সেনাকর্মীদের পরিবারগুলির সঙ্গে। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী আন্দামানে এসেছন। তিনি ঘুরে দেখবেন আন্দামান-নিকোবরে সেনাকর্মীদের কাজকর্ম। কার নিকোবরে অবস্থিত বিমান বাহিনীর স্টেশনটি।