সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত ইঞ্জিনিয়ারিংয়ের

সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রের । মৃতের নাম শৌভিক চন্দ্র (২০)। বুধবার সকালে ৫ সহপাঠীর সঙ্গে নেতাজিনগর থানা এলাকার রামগড়ের একটি ঝিলে সাঁতার শিখতে গিয়ে ডুবে যান তিনি।
জানা গেছে, শৌভিক চন্দ্র মধ্যমগ্রামের চৌমাথার বাসিন্দা। বিক্রমগড়ের একটি পিজিতে তিনি থাকতেন। প্রায়ই বন্ধুদের সঙ্গে ওই ঝিলে আসতেন। এদিনও সকালে সাঁতার শিখতে গিয়েছিলেন। কিন্তু অসাবধানতাবশত ডুবে যান। বাকি ৫ বন্ধু কোনওরকমে তাঁকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শৌভিককে মৃত বলে ঘোষণা করেন।