বলি দেওয়ার উদ্দেশ্যে নাবালককে অপহরণ

কালী পুজোর আগে বলি দেওয়ার উদ্দেশ্যে নাবালক কে অপহরণ। তান্ত্রিক সহ ৫ জন কে আটক করল চুঁচুড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে চুঁচুড়া দেবিপুরের বাসিন্দা জ্যোতিষ ও তন্ত্রসাধক স্বপন অধিকারী চন্দননগর এলাকার এক নাবালককে নিয়ে এসে আটকে রাখে। রাত দশটা নাগাদ প্রাকৃতিক ডাকে সাড়া দেবার নাম করে বাচ্চা টি ছুটে ওই বড়ি থেকে বেড়িয়ে আসে। একটি অচেনা বাচ্চা কে কাঁদতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা বাচ্চাটিকে জিগ্যেস করে জানতে পারে, ওই তান্ত্রিক তাকে আটকে রেখেছিল। এরপরেই এলাকাবাসীর ক্ষোভ গিয়ে পরে স্বপন অধিকারীরর ওপর। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। তান্ত্রিকের বাড়ি ভাংচুর কিরা হয়, মারধোরও করা হয়। পরে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে তান্ত্রিক সহ মোট পাঁচ জন কে জিঞ্জাসাবাদের জন্য আটক করে।