রাজ্য নির্বাচন কমিশনও কোমর বেধে নেমে পড়েছে নির্বাচনী আসরে

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এবার পুরোদমে প্রস্তুতি শুরু রাজ্য পঞ্চায়েত দফতর। মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার।
একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনও কোমর বেধে নেমে পড়েছে নির্বাচনী আসরে৷ শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতি৷ প্রস্তুতি প্রথম ধাপ হিসাবে রাজ্য পঞ্চায়েত দফতরের কর্তা ব্যক্তিদের সঙ্গে ঘণ্টা দুয়েক আলোচনা করেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং। বৈঠকে ২০টি জেলার জেলাশাসক তথা জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) এবং জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিকও থাকবেন।