শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাহাড় নিয়ে কেন্দ্র রাজ্য দু পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে:আব্দুল মান্নান

News Sundarban.com :
অক্টোবর ১৬, ২০১৭
news-image

পাহাড় থেকে সি আর পি এফ তুলে নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সোমবার বিধানসভায় তিনি বলেন, পাহাড় নিয়ে কেন্দ্র, রাজ্যে দু পক্ষই খেলা করছে। এটা ঠিক নয়।

তার মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুজনেরই উচিত পাহাড়কে শান্ত করার জন্য পদক্ষেপ নেওয়া। পাহাড়কে শান্ত করার চেষ্টা কারোরই নেই। বি জে পি কি করবে তাদের ঠিক করা উচিত।

আব্দুল মান্নান মনে করেন, যারা গোর্খাল্যান্ড চায় না তাদের সঙ্গে কথা বলা উচিত। কিন্তু, গোর্খা ল্যান্ড চাইছে বিনয় তামাং, তাহলে তার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করছেন কেন । তিনি বলেন, গুরুং কেও এই ভাবে তোলা হয়েছিল। এখন বিনয় তামাংকে গুরুং বানানো হচ্ছে। সব মিলিয়ে পাহাড় নিয়ে কেন্দ্র রাজ্য দু পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে।