বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অযোধ্যায় দিওয়ালি পালন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
অক্টোবর ১৬, ২০১৭
news-image

দু’লক্ষ প্রদীপ জ্বালিয়ে এবার অযোধ্যায় দিওয়ালি পালন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ বছরের দিওয়ালি তিনি অযোধ্যায় তাঁর সমর্থকদের সঙ্গে পালন করতে চান। সেই উপলক্ষ্যে যোগী আদিত্যনাথ জানান, অযোধ্যায় ২ লক্ষ প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ডে নাম লেখাতে চান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘১০ হাজার বছরের পুরনো রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল অযোধ্যা। এটি একটি উন্নত শহর আগেও ছিল, যে কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসা ছাড়েনি। আমাদের গর্বিত হওয়ার কারণ হল অযোধ্যার সঙ্গে জড়িত থাকা প্রসিদ্ধ অতীত। অযোধ্যাকে বিশ্বাসের এক অন্যতম কারণ হল ভগবান রামচন্দ্র।’ নির্বাচনের সময় এই রামমন্দির একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, সাংবাদিকদের এই প্রশ্নকে এড়িয়ে গিয়ে আদিত্যনাথ জানান, এখনও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসেনি।