রেডিও জকির (আরজে) চরিত্রে বেশ আলাদা মেজাজে দেখা যাবে বিদ্যাকে

বিদ্যা বালানের ছবি মানেই নতুন কিছু। কখনও রেডিও জকি, কখনওবা বেপরোয়া উঠতি তারকা- একেক ছবিতে একেক রূপে বিদ্যার সুনিপুন অভিনয় মুগ্ধ করে ভক্ত-দর্শকদের। কুড়ান সমালোচকদের প্রশংসাও।
আবারও এই সুন্দরী অভিনেত্রী ফিরছেন ধামাকা নিয়েই। এবার রেডিও জকির (আরজে) চরিত্রে বেশ আলাদা মেজাজে দেখা যাবে তাকে।
‘তুমহারি সুলু’ নামে নতুন এ ছবিতে রেডিও স্টেশনের প্রধানের ভূমিকায় অভিনয় করছেন নেহা ধুপিয়া। যেখানে বিদ্যাকে নাইট রেডিও জকি হিসেবে নিয়োগ দেবেন তিনি। আর সেক্সি কণ্ঠস্বর দিয়েই শোয়ে বাজিমাত করবেন এই আবেদনময়ী।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ভক্ত-দর্শকরাও সেটি দ্রুত লুফে নিয়েছে। নতুন ছবির প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিদ্যা বলেন, ‘তুমহারি সুলু’ একটা মজার ছবি। ছবিতে সুলু চরিত্রে আমাকে লেট নাইট আরজে হিসেবে দেখা যাবে। ভরপুর দুষ্টুমি রয়েছে এতে।
এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে রেডিও জকির ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছেন বিদ্যা। ফলে জকি হলেও সম্পূর্ণ আলাদা রূপে বিদ্যার আবির্ভাবের অপেক্ষায় ভক্তরা। সূত্র: জিনিউজ।