বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

জেলে কাজের ৪৯ হাজার ৫০০ টাকা নিলেন না তলোয়ার দম্পতি

News Sundarban.com :
অক্টোবর ১৬, ২০১৭
news-image

আরুষি-হেমরাজ জোড়া খুনের ঘটনায় অভি‌যুক্ত তলোয়ার দম্পতি ২০১৩ সাল থেকে এপর্যন্ত জেলে কাজের পারিশ্রমিক বাবদ প্রাপ্য অর্থ নিলেন না। এপর্যন্ত জেল বন্দিদের দাঁতের চিকিত্সার জন্যে তাঁদের প্রাপ্য টাকার পরিমাণ হল ৪৯ হাজার ৫০০ টাকা। জেল কর্তৃপক্ষ এখবর জানিয়েছে।

চলতি বছরের ১২ অক্টোবর আরুশি-হেমরাজ হত্যা মামলায় মেয়ে আরুশি ও বাড়ির পরিচালক হেমরাজকে হত্যা মামলায় তলোয়ার দম্পতিকে নির্দোষ সাব্যস্ত করেছে এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হা্ইকোর্টের ওই রায়ের পরে সংশোধনাগার থেকে মুক্তি পেতে চলেছেন তলোয়ার দম্পত্তি। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওঁরা শীঘ্রই সংশোধনাগার থেকে ছাড়া পেতে চলেছেন এখবর বন্দিদের ভিতর জানাজানি হওয়ার পরে বন্দিদের অনেকেই এখন একবার পেশায় দন্ত চিকিত্সক তলোয়ার দম্পতিকে দিয়ে চিকিত্সা করাতে চাইছেন।