বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবছর চরম ক্ষতির আশঙ্কা করছেন বাজী ব্যবসায়ীরা

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০১৭
news-image

আশঙ্কাটা আগেই করেছিলেন, আর এবার যেন সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করছেন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত চম্পাহাটির হারালের বাজী ব্যবসায়ীরা। এমনিতেই দুর্গাপূজা থেকেই আবহাওয়া খারাপ হওয়ায় ঠিক মত কাজ করে উঠতে পারেননি বাজী শিল্পীরা। তার উপর পুলিশি ধরপাকড় এর প্রভাবে এখনো পর্যন্ত মাত্র ২৫ শতাংশ বাজীই বিক্রি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। দীপাবলির আগে শেষ রবিবার যেখানে এই বাজীর মেলায় গা গলানো যেতো না সেখানে এদিন বাজী ব্যবসায়ীরা কার্যত মাছি মারছেন। ফলে এবছর চরম ক্ষতির আশঙ্কা করছেন দক্ষিণ ২৪ পরগণার এই বাজী ব্যবসায়ীরা।
একদিকে আবহাওয়ার ভ্রূকুটি, অন্যদিকে পুলিশি ধরপাকড়। দুইয়ে মিলে এবার বাজীর বাজার একেবারে মাটি বললে ও কম বলা হবে। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে প্রতিবছর এই দীপাবলির মরশুমের কথা মাথায় রেখেই বাজী তৈরি করেন চম্পাহাটি হাড়ালের কয়েক হাজার বাজী ব্যবসায়ী। প্রতিবছর দুর্গাপূজা থেকেই শুরু হয় বাজী বিক্রি। আর দীপাবলি বা কালীপূজোর ঠিক আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই সাধারণ মানুষজন ও ব্যবসায়ীরা আসেন এখানে বাজী কিনতে। কিন্তু এবছর ছবিটা একটু ভিন্ন।