রাজ্যে প্রাথমিক শিক্ষার বুনিয়াদি স্তরে ঘাটতি আছে বলে মত শিক্ষা মহলের

রাজ্যে প্রাথমিক শিক্ষার বুনিয়াদি স্তরে ঘাটতি নিয়ে নভেম্বরে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) জাতীয় স্তরে আলোচনা করতে চায়। শিক্ষক, গবেষক, স্বেচ্ছাসেবী সংগঠনকে এই আলোচনা সভায় যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছে।
রাজ্যে প্রাথমিক শিক্ষার বুনিয়াদি স্তরে ঘাটতি আছে বলে মত শিক্ষা মহলের। শিক্ষা মহলের মতে এ রাজ্যে এই তিন ক্লাসে পড়াশোনার ব্যবস্থা থাকলেও পঠন-পাঠনে ঘাটতি আছে। ২০০৪-এ এই তিন ক্লাসের জন্য ‘মজাড়ু’ ও ‘আমার বই’ সিলেবাস কমিটি গড়েছে। শিক্ষকেরা এই তিন ক্লাসে কী ভাবে পড়াবেন, তার জন্য একটি নির্দেশমূলক বইও প্রকাশ করা হয়েছে। এর পরেও বুনিয়াদি শিক্ষায় ঘাটতি থাকছে বলে অভিযোগ উঠছে।