বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

পঞ্জাবের দুলক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন কংগ্রেসের সুনীল জাখর

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০১৭
news-image

দীপাবলির রবিবাসরীয় সকালটা ভাল গেল না বিজেপি নেতাদের। সকাল থেকেই একের পর এক হারের খবর। পঞ্জাবের গুরুদাসপুর লোকসভা কেন্দ্রটি ছিল বিজেপির দখলে। গত এপ্রিলে প্রয়াত হন দলের সাংসদ বিনোদ খন্না। ওই কেন্দ্রে প্রায় দুলক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন কংগ্রেসের সুনীল জাখর।
কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর প্রতিক্রিয়া, \”রাহুল গান্ধীকে দীপাবলির উপহার পাঠালাম’ আমরা।\” গুজরাট ও হিমাচল প্রদেশে নির্বাচনের আগে বিজেপির চিন্তা বাড়িয়ে দিল গুরুদাসপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল। কেরলেও সুবিধা করতে পারলেন না অমিত শাহ।