নামখানা ব্লকে নিবিঘ্নে শেষ হল চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা নিবিঘ্নে শেষ হল। গত ৯ তারিখ সোমবার থেকে ১৪ তারিখ শুক্রবার পর্যন্ত এই পরীক্ষা হয়।
নামখানা ব্লকের রাজনগর স্কুলসহ আরও ৮টি স্কুলে এই পরীক্ষা হয়। ওই স্কুলে পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক পরিচালন কমিটির সম্পাদক হিমাংশু শেখর আদক, সভাপতি ও প্রাক্তন শিক্ষক সত্যপদনন্দ এবং রাজনগর স্কুলের ইংরেজি শিক্ষক শিবশঙ্কর মণ্ডল প্রমুখ ব্যক্তিবর্গ।