যৌন কেলেঙ্কারি:এথিক্স কমিটির তদন্তের মুখেও পড়তে পারেন ঋতব্রত

সিপিএম থেকে বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার তদন্তে রাজ্যসভার এথিক্স কমিটি। জানা গিয়েছে, যৌন কেলেঙ্কারির জেরে কলকাতা ও দিল্লিতে পুলিশি তদন্তের পাশাপাশি রাজ্যসভার এথিক্স কমিটির তদন্তের মুখেও পড়তে পারেন তিনি। নম্রতা দত্তের অভিযোগের জেরে শুক্রবার কলকাতায় তাঁকে তলব করেছে সিআইডি। ইতিমধ্যে কসবার বাড়িতে পোস্টারও সেঁটেছে সিআইডি। তৎপর দিল্লি পুলিশও। তারাও ডেকে পাঠিয়েছে ঋতব্রতকে।
এদিকে ঘটনার বিবরণ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করার পাশাপাশি অভিযোগকারী মহিলা রাজ্যসভার চেয়ারম্যানের কাছেও বিষয়টি নিয়ে দরবার করেছেন বলে খবর। বিষয়টি নিয়ে ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত চেয়ে সরব হতে পারেন সাংসদরা। তবে এই দলে কে বা কারা থাকবেন তা এখনও স্পষ্ট নয়।