নিউটাউনে বিশ্ববঙ্গ সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

শুক্রবার নিউটাউনে বিশ্ববঙ্গ সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আগামী ১৬-১৭ জানুয়ারি হতে চলা শিল্প শীর্ষ সম্মেলন আয়োজিত হবে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসটিব তথা হিডকোর সিএমডি দেবাশিস বলেছেন, এই কেন্দ্রই প্রথম সিঙ্গল ইন্ডোর স্টেডিয়াম যেখানে থাকছে ৩২০০ আসন। থাকছে ভূগর্ভস্থ প্রচুর পার্টিং লট, চারটি ব্যাঙ্কোয়েট হল এবং বিশাল প্রদর্শশালা। ১০ একর জমির উপর গড়ে ওঠা সম্মেলন কেন্দ্রের উপরে থাকছে আরও একটি ২৪০০ আসনের ছোট অডিটোরিয়াম।