গুরুংপন্থী মোর্চার গুলিতে মৃত্যু এসআই অমিতাভ মালিকের

পাহাড়ে বিমল গুরুংপন্থী মোর্চার গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার মধ্যমগ্রামের ছেলে এসআই অমিতাভ মালিকের। গুরুংয়ের দার্জিলিঙে আসার খোঁজ পেয়ে পাতলেবাসে দলবল নিয়ে গিয়েছিলেন। কিন্তু মোর্চার বন্দুকবাজী গুণ্ডারা তাঁকে বন্দুকের নিশানায় নিয়ে নেয়। অমিতাভ প্রথম থেকে পুলিশে ছিলেন না। প্রথমে তিনি একটি ব্যাঙ্কে কাজ করতেন। পরে চাকরি ছেড়ে মনের ইচ্ছেপূরণ করতে পুলিশে যোগ দেন। ব্যাচ নম্বর ৬২। বিয়েও বেশিদিন হয়নি। গত মার্চ মাসেই বিয়ে হয়েছিল। স্ত্রী মোনা দত্ত। সে মধ্যমগ্রামের বাড়িতে থাকেন। কিছুদিন আগেই অর্থাৎ পুজোর সময় দুজনে সময় কাটিয়েছেন দার্জিলিঙে। পুজোয় শিলিগুড়িও ঘুরেছেন দুজনে। পরিবারের আদরে ভালবাসার ছেলে আজ আর নেই। এদিন সকাল সকাল খবরটা পৌঁছে গিয়েছিল মালিকের বাড়িতে। যেমন অমিতাভর পরিবার কাঁদলেন, তেমনই কাঁদলেন গোটা বাংলা।