শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সই আশা দেখাচ্ছে বার্সাকে

News Sundarban.com :
অক্টোবর ১৩, ২০১৭
news-image

স্প্যানিশ লা লিগার হাইভোল্টেজ ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। যেকোনো দলের জন্যই অ্যাটলেটিকোর মাঠ থেকে জয় নিয়ে ফেরা ‘দুঃসাধ্য’ কাজ। তবে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সই আশা দেখাচ্ছে বার্সাকে। তাছাড়া ইতিহাসও কথা বলছে মেসির হয়েই।

স্পেনে মেসির প্রিয় প্রতিপক্ষদের তালিকায় ওপরেই দিকেই নাম থাকবে অ্যাটলেটিকোর। মাদ্রিদের দলটির বিপক্ষে বরাবরই উজ্জ্বল কিং লিও। অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন হোম গ্রাউন্ড ওয়ান্ডা মেট্রোপলিতানোয় বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে একটায় শুরু হওয়া ম্যাচে তাই মেসির দিকেই তাকিয়ে আছে বার্সা।

বার্সেলোনায় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে শুধু সেভিয়া ছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেই বেশি গোল করেছেন মেসি। সেভিয়ার জালে ২৯ বার বল পাঠিয়েছেন এলএম টেন। অন্যদিকে অ্যাটলেটিকোর বিপক্ষে মেসি করেন ২৭ গোল।

শুধু লা লিগার পরিসংখ্যান সামনে আনলে সেখানেও দুর্দান্ত মেসিরই দেখা মিলবে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২২ ম্যাচে ইতোমধ্যেই ২২ গোল করে ফেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি; ৭ ম্যাচে করেছেন ১১ গোল। বাছাইপর্বের শেষ ম্যাচে কয়েকদিন আগেই অসাধারণ হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের তোলার সুখস্মৃতি নিয়ে মাদ্রিদে পা রেখেছেন পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়। ওয়ান্ডা মেট্রোপলিতানোয় তাই মেসিকে রুখকে বেগ পেতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে।

লা লিগার চলতি মৌসুমের প্রথম সাত ম্যাচে টানা জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে বার্সেলোনা। ১৫ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো চার নম্বরে এবং ১৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে পাঁচ নম্বরে।