বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

News Sundarban.com :
অক্টোবর ১৩, ২০১৭
news-image

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন কমিশন এ পরোয়ানা জারি করে বলে ডনের খবরে বলা হয়।

আদালত অবমাননার অভিযোগে ৬৪ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়, পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চের প্রধান নির্বাচন কমিশনার- ইমারন খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানির জন্য আদালতে বারবার অনুপস্থিত থাকা এবং এর যৌক্তিক কারণ দেখিয়ে কমিশনে লিখিত চিঠি পাঠাতে ব্যর্থ হওয়ায় ইমরানের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইমরান খানের বিরুদ্ধে একই অভিযোগে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে পিটিআই’র আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানার আদেশ স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট।