বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের স্বপ্ন শেষ সিরিয়ার

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০১৭
news-image

বিশ্বকাপের স্বপ্ন দেখছিল সিরিয়া। সেই পথে দারুণ শুরু করে যুদ্ধবিধ্বস্ত দেশটি। কিন্তু অতিরিক্ত সময়ে হৃদয় ভাঙে সিরিয়ানদের। মঙ্গলবার কোয়ালিফাইং রাউন্ডের দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ের গোলে সিরিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখে অস্ট্রেলিয়া।

প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিরিয়া। তবে নির্ধারিত সময়ের খেলা ১-১ এ শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের গোলে স্বপ্ন ভাঙে সিরিয়ানদের।

সিডনির এএনজেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে ওমর আল সোমাহর গোলে এগিয়ে যায় সিরিয়া। তবে সাত মিনিট পর টিম কাহিলের গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটের খেলার শুরুতেই মাহমুদ আল মাওয়াস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সিরিয়া। এতেই শেষ পর্যন্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।

১০৯তম মিনিটে রবি ক্রুসের ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করে অস্ট্রেলিয়াকে রোমাঞ্চকর জয় এনে দেন কাহিল।

এই জয়ের ফলে দ্বিতীয় প্লে-অফে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। কনক্যাকাফ অঞ্চলের দল পানামা, হন্ডুরাস কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই লেগের চূড়ান্ত প্লে-অফে খেলবে ক্যাঙ্গারুরা।