শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মিয়ানমারে যা ঘটছে তাতে আমার বুক ভেঙে গেছেঃআমির খান

News Sundarban.com :
অক্টোবর ৯, ২০১৭
news-image

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর নিপীড়নের ঘটনায় সহমর্মিতা প্রকাশ করেছেন বলিউড তারকা আমির খান।

তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি এ সহমর্মিতা জানান বলে রোববার এক প্রতিবেদেন বলা হয়।

আমির খান বলেন, মিয়ানমারে যা ঘটছে তাতে আমার বুক ভেঙে গেছে। বিশ্বের যে কোনও জায়গায় মানুষ যখন নির্যাতনের শিকার হন, যে কোন জায়গায় এই ধরনের ট্র্যাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষকে যেতে হয়, তা দেখে হৃদয় মুচড়ে ওঠে।

তিনি বলেন, নানা সময়ে নানা দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে। আমি আশা করবো এবং প্রার্থনা করবো মানুষ হিসেবে আমরা যেন এর অবসান দেখতে পাই।

তুর্কি সরকারের এক বিশেষ আমন্ত্রণে আমির এখন ইস্তাম্বুল এবং আংকারা সফর করছেন। এই সফরে তিনি তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের সাথেও দেখা করেছেন।

এর আগে তুর্কি সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, এই সফরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছাড়াও আমির খান সে দেশের চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থীদের সাথেও আলাপ-আলোচনা করবেন।

এই সুযোগে তিনি তার নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’ এর প্রমোশনের কাজও করবেন। চলতি মাসের ১৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।