বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় লালু প্রসাদের পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত

News Sundarban.com :
অক্টোবর ৯, ২০১৭
news-image

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবের পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সে দেশের আয়কর দফতর। পটনার দানাপুর ও ফুলবাড়িশরিফ এলাকার তিনটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সম্পত্তি লালু প্রসাদের স্ত্রী রাবড়িদেবী ও মেয়ে হেমা যাদবের নামে ছিল। এ ছাড়া লালু প্রসাদের ২ কর্মচারীর নামে থাকা দু’টি সম্পত্তিও বাজেয়াপ্ত হয়েছে।

শনি ও বৃহস্পতিবার লালু প্রসাদ ও তার ছোট ছেলে তেজস্বী যাদব দিল্লিতে সিবিআই সদর দফতরে হাজিরা দেন। আইআরসিটিসির রেলের হোটেল লিজ জেওয়ার ঘটনার তদন্তে জেরা করার জন্য তাদের ডাকে সিবিআই। শনিবার তেজস্বীকে প্রায় আট ঘণ্টা জেরা করে সিবিআই। তার আগে লালু প্রসাদকেও আট ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল। বেশ কিছু দিন ধরেই পটনায় নেই লালু প্রসাদ। অঘোষিত সম্পত্তিকে কেন্দ্র করে তার ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রীতিমতো কোমর বেধে নেমেছে সিবিআই, ইডি ও আয়কর দফতর।

যদিও লালু প্রসাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিজেপি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে দিয়ে আক্রমণ চালাচ্ছে।

আরও দেখুন