কঙ্গনার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি হৃতিক রোশন

জল ঘোলা অনেকেই হয়েছে; ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্তও। তবুও কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি বলিউড তারকা হৃতিক রোশন।
একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নীরবতা ভেঙে তিনি অনেক কথাই জানালেন বলে এক প্রতিবেদনে বলা হয়।
একটি ঘটনার কথা উল্লেখ করে হৃতিক বলেন, ২০১২ সালে জর্ডনে একটা পার্টি ছিল। অনেক রাতে দরজা নক করেছিল মেয়েটা। কথা বলতে চেয়েছিল। আমি খুব টায়ার্ড ছিলাম। আমি কথা বলতে না চাইলেও ওই মহিলা জোর করেছিল।
তিনি বলেন, পরে রঙ্গোলি এসে বলেছিল আমি যেন ওর বোনের সম্পর্কে খারাপ কিছু না ভাবি।
হৃতিকের অভিযোগ, একটার পর একটা মিথ্যে বলেছেন কঙ্গনা। কখনও আমাদের বাগদান হয়েছে বলছে তো কখনও বা সামনে এনেছে ফটোশপ করা ছবি।
এত সবকিছুর পরও কেন পুলিশে অভিযোগ করেননি হৃতিক? তার উত্তর, আমি এসব করতেই চাইনি। আমি ক্রিয়েটিভ মানুষ। আমার সন্তান আছে। এ সবে আমার কোনও আগ্রহ নেই।
গত সেপ্টেম্বর মাসে টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে হৃতিক সম্পর্কে কয়েকটি বোমা ফাটান কঙ্গনা। এরপর থেকেই কঙ্গনার সঙ্গে মৌখিক যুদ্ধ চলছে অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ির পর তা গড়িয়েছে আদালতের দরজা পর্যন্ত। বলিউডও দুইভাগে ভাগ হয়েছে। কেউ হৃতিকের পক্ষ নিয়েছেন, কেউ বা কঙ্গনার।
এর আগে কঙ্গনা একাধিকবার প্রকাশ্যে এ নিয়ে কথা বলেছেন। তবে হৃতিক সোশ্যাল মিডিয়ার বাইরে কথা বলেননি এত দিন।