আমি সব সময় জিততে পছন্দ করি : মাতোস

প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হার। আজ দ্বিতীয় ম্যাচ। সামনে কলম্বিয়া। ভেন্যু সেই জওহরলাল নেহরু স্টেডিয়াম। কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত টিম। জানালেন টিম ইন্ডিয়ার কোচ নর্টন ডি মাতোস।
মাতোস বলেন, “আমি সব সময় জিততে পছন্দ করি। ছেলেদের ফোকাস ভালো আছে। আমরা জানি, কলোম্বিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই হবে। শেষ মুহূর্ত পর্যন্ত কোনও সুযোগ ছাড়বে না ওরা। মানসিক কাঠিন্যে ওরা আপ্রাণ লড়াই করবে। আমরা সব কিছুর জন্য প্রস্তুত।”
প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে হেরেছে কলোম্বিয়া। দ্বিতীয় ম্যাচেই সামনে ভারত। তাই আজ জয়ের জন্য ঝাঁপাবে টিম। মাতোস ঘানা ম্যাচের ভিডিও দেখেছেন। তা দেখার পরই বুঝেছেন, এবার লড়াই আরও কঠিন। মাতোস বলেন, “আমি ওদের অনেক ভিডিও দেখেছি। প্রথম ম্যাচের প্রথম ২৫ মিনিট দেখেছি। ওদের শারীরিক ক্ষমতার সঙ্গে পাল্লা দেওয়া আমাদের কাছে চ্যালেঞ্জিং।” তবে লড়াই অসম্ভব নয়। এমনই করছেন টিম ইন্ডিয়ার কোচ। তিনি বলেন, “আমাদের টিম এখন অনেকটাই গোছানো। এই শক্তিকে ব্যবহার করে খেলার ফল আমাদের ঘোরাতে হবে।”