শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিন দিনের সফরে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
অক্টোবর ৮, ২০১৭
news-image

সোমবার তিন দিনের ঝাড়গ্রাম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর ছুটি ফুরোয়নি। তাই ঠাঁই নেই অরণ্যশহরের সরকারি-বেসরকারি লজ-হোটেলগুলিতে। পর্যটকদের কাছে ভরা মরসুমে এমনিতেই হোটেলের ঘরের খুব চাহিদা। তার উপর মুখ্যমন্ত্রীর আগাম বুকিং বন্ধ হওয়ায় ব্যবসায়ী থেকে পর্যটক, অনেকেই ক্ষুব্ধ।
তিন দিনের জন্য সরকারি অতিথিশালার সব ঘর প্রয়োজন বলে জানিয়েছে প্রশাসন। বাঁদরভুলার জঙ্গলে বন উন্নয়ন নিগমের যে প্রকৃতি পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানকার ৬টি ঘরও ৯-১১ অক্টোবর প্রশাসন চেয়েছে। ফলে, ওই সময় যাঁদের আগাম বুকিং রয়েছে, তাঁরা এসে চরম হয়রানিতে পড়বেন বলেই আশঙ্কা। মুখ্যমন্ত্রী আসবেন ৯ অক্টোবর। ১০ তারিখ প্রশাসনিক বৈঠক ও ১১ তারিখ হবে প্রশাসনিক জনসভা। ওই তিন দিনের আগাম বুকিং বাতিল করা হয়নি।
পালা বদলের পরে ঝাড়গ্রাম রাজবাড়ির বাইরে পর্যটন উন্নয়ন নিগমের ‘ট্যুরিস্ট কমপ্লেক্স’ হয়েছে। এখানে ২২টি ঘরে ৪৪ জন থাকতে পারেন। মুখ্যমন্ত্রী এলে এখানেই ওঠেন। তা ছাড়া, ঝাড়গ্রাম রাজবাড়ির নিজস্ব অতিথিশালার ১০টি ঘরে ২৫ জন থাকতে পারেন। মুখ্যমন্ত্রীর সফরে দু’জায়গাতেই সাধারণের প্রবেশাধিকার থাকে না।