দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নির্বাচিত হলেন মনমোহন সিং

দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য নির্বাচিত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার কংগ্রেসের প্রধান কার্যালয়ে দিল্লির প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হিসেবে মনমোহন সিংকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়েছেন, দেশের নব্য আর্থিক এবং সামাজিক বিকাশের জন্য নতুন চিন্তাধারার প্রয়োজন। অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য উদ্যোগ গ্রহণের কথা বলেছেন মনমোহন সিং।