লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত অন্তত ১৯ জন

রাশিয়ায় একটি বাস লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে ১১০ কিলোমিটার পূর্বে ভ্লাদিমির নগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে।
আঞ্চলিক স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান আলেকজান্ডার কিরইউখিন বার্তা সংস্থা ‘তাস’কে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ঘটনা ১৯ জন নিহত হয়েছে।
এদিকে আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাসটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেল লাইনের ওপর আটকে যায়। পরে সেখান দিয়ে ট্রেনটি যাওয়ার সময় ধাক্কায় বাসটি গুঁড়িয়ে যায়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহত সবাই বাসের যাত্রী।