নামখানায় রেললাইন পার হতে গিয়ে তিন মহিলার মৃতু্য

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃতু্য হল তিন মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার নামখানা থানা এলাকার রাজনগরে। প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হতে গিয়েই ডাউন নামখানা শিয়ালদহ লোকালের ধাক্কায় মৃতু্য হয় ওই তিন মহিলার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকায় সুপারি কিনতে এসে ডাউন নামখানা শিয়ালদহ লোকালের ধাক্কায় মৃতু্য হয় বহিরাগত তিন মহিলার। নামখানা থানার বিভিন্ন এলাকা থেকে সুপারি কিনতেই শুক্রবার সকালে ওই মহিলা এই রাজনগর এলাকায় এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের আরও দাবি, এদিন সকাল ৯ টা ৫০ এর ডাউন নামখানা লোকাল যখন কাকদ্বীপ স্টেশন ছেড়ে উকিলের হাট স্টেশনের দিকে আসছিল ঠিক তখনই রাজনগর লেভেল ক্রসিং এ দুর্ঘটনাটি ঘটে। আচমকা ট্রেন চলে আসায় বুঝতে পারেননি ওই তিন মহিলা। তারা লাইন পার হতে গিয়েই ট্রেনের সামনে পড়ে যান। ঘটনাস্থলেই মৃতু্য হয় তিনজনের। স্থানীয়রাই খবর দেন রেলপুলিশকে। বেলা সাড়ে বারোটা নাগাদ কাকদ্বীপ থেকে রেলপুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।