ক্যানিং-এ প্রচুর গুলি সহ গ্রেপ্তার যুবক

প্রচুর গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। আজ বিকেলে ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা থেকে হাসান লস্কর ওরফে বাচ্চা নামে এক যুবককে। ধৃতের কাছ থেকে ১৫৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে আগামীকাল আলিপুর আদালতে পেশ হবে।
গোপন সুত্রে খবর পেয়ে আজ বিকেল পাঁচটা নাগাদ বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা ক্যানিং বাসস্ট্যান্ড চত্বরে ওত পেতে বসেছিলেন। সেই সময় একটি ব্যাগে সহ সন্দেহভাজন এক যুবককে আসতে দেখেন তাঁরা। তল্লাশি চালিয়ে ধৃতের ব্যাগ থেকে ৭৯ রাউন্ড ১২ MM, ২০ রাউন্ড ১৫ MM ও ৬০ রাউন্ড ৭ MM সহ মোট ১৫৯ রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃত বাসন্তী থানার চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের হেতালখালি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।