আইএসআইয়ের জন্য ভারতে ফিরতে পারছেন না দাউদ :ইকবাল

আইএসআইয়ের জন্য ভারতে ফিরতে পারছেন না দাউদ ইব্রাহিম। মুম্বই পুলিশের জেরায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন দাউদের ভাই ইকবাল ইব্রাহিম কাস্কার। তিনি বলেছেন, ভারতে ফেরার কোনও ইচ্ছা দাউদের নেই। কিন্তু, দাউদ ভারতে ফিরতে চাইলেও তাকে সেই অনুমতি দেবে না পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। কারণ দাউদ ভারতে ফিরে এলে অনেক না জানা গোপন তথ্য গোটা বিশ্বের সামনে উন্মোচিত হয়ে পড়বে। তার ফলে আইএসআই তথা পাকিস্তানের ভাবমূর্তির উপর কালিমালিপ্ত হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে বিজেপি নেতা তথা বর্ষীয়ান আইনজীবী রাম জেঠমালানি দাবি করেছিলেন, দাউদের সঙ্গে লন্ডনে তার সাক্ষাৎ হয়েছে। দাউদ ভারতে ফিরতে চেয়েছিলেন বলে দাবি করেছিলেন রাম জেঠমালানি।