শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মোমের মূর্তি উদ্বোধনে মাদাম তুসো মিউজিয়ামে আশা ভোসলে

News Sundarban.com :
অক্টোবর ৪, ২০১৭
news-image

কিংবদন্তি গায়িকা আশা ভোসলের একটি মোমের মূর্তি স্থাপন করা হয়েছে ভারতের দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে।

মঙ্গলবার ৮৪ বছর বয়সী এই গায়িকা নিজেই ওই মূর্তি উদ্বোধন করেন বলে এনটিভির এক প্রতিবেদেন বলা হয়।

এক টুইটার বার্তায়ও আশা ভোসলে এ খবরের সত্যতা নিশ্চিত করে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন।

মাদাম তুসো মিউজিয়াম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এমন নিখুঁত মোমের মূর্তি দেখে স্বাভাবিক ভাবেই আপ্লুত হয়ে পড়েন তিনি।

হিন্দি সিনেমার সাদা-কালো পর্দা থেকে রঙিন বলিউডের বিবর্তন। আশার গানের গলায় সোনালী ঝিলিক তৈরি হয়েছে হিন্দি ছবির গানে। ২০১৩ সালে মাই নামের একটি সিনেমায় অভিনয় করে বলিউডে পা রাখেন ছয় দশক ধরে গান গেয়ে দর্শকদের মন মাতানো আশা ভোসলে।

দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে বলিউড মিউজিক জোনে রাখা হয়েছে প্রবাদপ্রতিম শিল্পী আশার মূর্তি। সেখানে রয়েছে বিখ্যাত আরও বেশ কয়েক জন সঙ্গীতজ্ঞের মোমের মূর্তিও।
অনুষ্ঠানে গিয়ে নিজের মোমের মূর্তি উন্মোচন করে শিল্পী জানিয়েছেন, এটা তার জীবনের একেবারে অন্য রকম অভিজ্ঞতা।

গত বছর লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের একদল বিশেষজ্ঞ এই কিংবদন্তি শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করে। শিল্পীরা দীর্ঘ দিনের অধ্যবসায়ে এই মূর্তিটি তৈরি করেছেন।

আগামী পহেলা ডিসেম্বর থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে দিল্লির মাদাম তুসো মিউজিয়াম।