৬ ঘুমন্ত প্রাণীকে না-জাগাতে নির্দেশ চাণক্যর

প্রাচীন কাল থেকে প্রচলিত নৈতিক উপদেশাবলি ‘চাণক্য নীতি’ সত্যিই অর্থশাস্ত্র প্রণেতা কৌটিল্য বিষ্ণুগুপ্ত চাণক্যের লেখা কী না, তা নিয়ে বিতর্ক রয়েছে।
কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ‘চাণক্য নীতি’ নামে পরিচিত নৈতিক উপদেশগুলো যথার্থই প্রাচীন। এই উপদেশগুলো আজো এই কর্পোরেট-শাসিত বিশ্বে দারুণভাবে সচল, একথা অনেকেই বলে থাকেন। আসলে ‘চাণক্য নীতি’ দীর্ঘকাল ধরে চলে আসা গণস্মৃতির একটি দলিল। এতে যা রয়েছে, তা মানব সভ্যতারই অভিজ্ঞতার ফসল।
চাণক্য নীতিতে বহু সাবধানবাণীই উল্লিখিত রয়েছে। তার মধ্যে একটি ঘুমন্ত প্রাণী সংক্রান্ত। এখানে চাণক্য কয়েকটি ঘুমন্ত প্রাণীকে না-জাগাতে নির্দেশ দিয়েছেন।
১. সাপকে কখনও জাগাতে নেই। কারণ, ঘুম ভাঙলেই সে ছোবল মারতে পারে।
২. ঘুমন্ত রাজার ঘুম কখনও ভাঙাতে নেই। তা হলে রাজরোষে পড়তে হয়।
৩. সিংহের ঘুম ভাঙালে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিপুল।
৪. সরীসৃপের ঘুম ভাঙালে সমস্যা অনেক। বিরক্ত হতে পারেন তার কারণে।
৫. শিশুদের ঘুম ভাঙাতে নেই। কারণ, ঘুমের ভেতরেই তারা বেড়ে ওঠে।
৬. বোকাদের ঘুমাতে দেওয়াই কাম্য। তারা জেগে থাকলে অনর্থের সম্ভাবনা।