শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মোবাইলে পর্ন দেখেন? ক্ষতি করছেন নিজের

News Sundarban.com :
অক্টোবর ৩, ২০১৭
news-image

কোনও কাজ নেই, ফাঁকা সময় মানেই হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটি একটু ঘেঁটে নেওয়া। গেম খেলা, ফেসবুক-হোয়াটসঅ্যাপ তো আছেই, অনেকেই ঢুঁ মারেন নানান ওয়েবসাইটে। কেউ আবার সুযোগ বুঝে চলে যান নানা পর্ন সাইটে। পর্ন দেখেই কাটিয়ে দিতে ভালবাসেন অনেকটা সময়। কিন্তু জানেন কি এই কাজটি করে আখেরে ক্ষতি করছেন নিজের? সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে, পর্নসাইটের মাধ্যমে আপনার মোবাইলে সহজেই প্রবেশ করতে পারে হ্যাকাররা। এখানেই শেষ নয়, প্রযুক্তির ব্যবহার করে আপনার ভিডিও তুলে নিতে পারে তারা। তারপর দাবিপূরণ না হওয়া পর্যন্ত চলবে ব্ল্যাকমেল।

একটি ব্রিটিশ নিরাপত্তা সংস্থা তাদের ওই রিপোর্টে জানিয়েছে, কেউ মোবাইলে পর্ন দেখলেই সেটির ফুটেজ রেকর্ড করে নিতে পারে হ্যাকাররা। এরপরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে উক্ত ব্যক্তিকে ব্ল্যাকমেলও করতে পারে তারা। গবেষণায় জানা গিয়েছে, বেশিরভাগ ম্যালওয়্যারগুলি তৈরি হয় এই পর্ন সাইটগুলিতে।