গড়িয়া নেপালগঞ্জ রুটে অটো চালকদের বিক্ষোভ

গড়িয়া নেপালগঞ্জ রুটে বেআইনি অটো চলাচলের প্রতিবাদে নিজেদের অটো বন্ধ রেখেই সোমবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন অটো চালকরা। ঘটনার জেরে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী সকলকেই। এ দিন বেলা দুটো নাগাদ অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ওঠে বিক্ষোভ।
এই গড়িয়া নেপালগঞ্জ রুটের অটো চালকদের অভিযোগ এই রুটে ১২০ টি বৈধ অটো চলে। কিন্তু কিছুদিন ধরেই মগরাহাট এলাকার কয়েকটি অটো বেআইনিভাবে এই রুটে চলতে শুরু করে। এ বিষয়ে নেপালগঞ্জ গড়িয়া রুটের অটো চালকরা একাধিকবার প্রতিবাদ করলেও স্থানীয় তৃণমূল কংগ্রেসের অটো ইউনিয়ন ও স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় কার্যত বাধ্য হয়েই সোমবার সকাল থেকে নিজেদের অটো বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন অটো চালকরা।